Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Tripura

2 years ago

Tripura :আগরতলার রাস্তায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে হবে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা  : রাস্তায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে হবে। আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে  এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এই অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি তিনি ট্রাফিক ব্যবস্থাপনায় যে সব নিয়মাবলী রয়েছে তা কঠোরভাবে অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন।

সভার আলোচনায় আগরতলা শহর এলাকায় পার্কিং ব্যবস্থাপনা ও ট্রাফিক যানজটের বিষয়টি প্রাধান্য পায়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যানবাহন প্রতিদিন বাড়ছে। তবে রাস্তা একই রয়েছে। তাই রাস্তা প্রশস্তিকরণের সম্ভাব্য দিকগুলির উপর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।তাছাড়া, সভায় আগরতলা পুর নিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব আগরতলা শহর এলাকার পার্কিং ব্যবস্থাপনার সম্ভাব্য দিকসমূহ নিয়ে আলোচনা করেন। ট্রাফিক পুলিশের সুপার মানিক দাসও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, এদিনের সভায় ট্রাফিক নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মুখ্যসচিব জেকে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, আগরতলা পুরনিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

You might also like!