Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Tripura

1 year ago

Tripura :লোকসভা নির্বাচন : ত্রিপুরা প্রদেশ বিজেপির চিন্তন বৈঠক অনুষ্ঠিত

Tripura Pradesh BJP held a thought meeting
Tripura Pradesh BJP held a thought meeting

 

আগরতলা  : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার লক্ষ্যে  রাজধানী আগরতলা শহরের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়েছে চিন্তন বৈঠক৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, দেলের রাজ্য প্রভারী ডঃ মহেশ শর্মা, ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, বিধায়ক সহ অন্যান্য পদাধিকারীরা৷

এদিনের বৈঠকে মূলত আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে৷ তাছাড়া দলের তরফে রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে জোরদার প্রচারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়৷

সূত্রের দাবি এদিনের বৈঠকে বিভিন্ন এলাকার বিধায়কদের দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজকর্ম পর্যালোচনা করে যাতে জনগণের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা না হয় তা নিশ্চিত করা৷ সাথে দলের বুথ স্তর পর্যন্ত সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করা যায় তা আলোচনায় উঠে আসে৷পাশাপাশি দলের যেসব নেতৃত্ব এবং কর্মী সাংগঠনিক কর্মসূচি থেকে কিছুটা দূরে সরে গিয়েছে তাদেরকেও কিভাবে সক্রিয় করা যায় তা আলোচনা হয়েছে এদিনের বৈঠকে৷

You might also like!