দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রবল গরমের মধ্যে এবার ভ্রমণের নতুন ঠিকানা হোক নামখানার পাতুবুনিয়া। পর্যটকদের জন্য নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটিকে। বকখালির খুব কাছেই তৈরি হয়েছে নতুন এই পর্যটন কেন্দ্র। এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে নামখানা স্টেশনে। সেখান থেকে যে কোনও গাড়িতে চেপে পৌঁছে যাবেন এই পাতিবুনিয়াতে। এখানে রয়েছে হোম স্টে, মাড হাউস, রয়েছে বিভিন্ন টেন্ট। ভাড়া থাকছে ১৪০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। বঙ্গোপসাগরে কোলে থাকা নির্জন এই দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি ঘুরে আসতেই পারেন এই দ্বীপ থেকে।
বকখালিতে যাওয়ার পথে পড়ে এই দ্বীপ।দ্বীপটিতে রয়েছে ছোট ম্যানগ্রোভের জঙ্গল।সূর্যাস্ত দেখার জন্য এই দ্বীপ উপযুক্ত। নির্জন এই দ্বীপে আপনি সমুদ্র স্নান করতেই পারেন। কোনও নিষেধাজ্ঞা নেই এখানে। চোরাবালির সতর্কীকরণও নেই। এখান থেকে প্রয়োজন অনুযায়ী বোট নিয়ে আপনি যেতে পারেন মৌসুনী অথবা জম্বুদ্বীপে। বিকেলের পর থেকে সারারাত সমুদ্রের পাড়ে হাওয়া খেতে দারুন লাগবে। এই গরমের মধ্যে একটুখানি শীতল হতে এই জায়গায় যাওয়া যেতেই পারে। সারাদিন কাজের পর সন্ধ্যা থেকে রাত কাটানোর জন্য আদর্শ জায়গা হল এই পাতিবুনিয়া।