Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Travel

2 years ago

Golpatar Jungle and Achipur: কোলকাতার কাছেই ২টি অফবিট জঙ্গল

Golpatar Jungle
Golpatar Jungle

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের ভ্রমণসঙ্গী বিভাগে আমরা পাহাড়ের অনেক অফবিট জায়গার সন্ধান দিয়েছি আপনাদের। কিন্তু সময় ও সাধ্য সবার থাকে না। তাই কোলকাতার ধারে কাছে ২টি জায়গার কথা আজ জানাচ্ছি। 

** গোলপাতার জঙ্গল -  গোলপাতার কথা শুনলেই আমাদের মনে পড়ে সুন্দরবনের কথা। হ্যাঁ,সুন্দর বনেরই অংশ এই গোলপাতার জঙ্গল। সুন্দরবন না পৌঁছেও সুন্দরবনের অনুভূতি যদি উপলব্ধি করতে চান, তাহলে এই গোলপাতার জঙ্গল আপনার জন্য বেস্ট উইকেন্ড ডেস্টিনেশন। গোলপাতা গাছ, সুন্দরী গাছ ও নানা ম্যানগ্রোভে ভরা এই জঙ্গল উত্তর ২৪ পরগনার টাকী তে অবস্থিত। পাশেই ইছামতী নদী আর তার ওপাশেই বাংলাদেশ। ইচ্ছা হলে নৌকাই চড়ে বাংলাদেশের খুব কাছ থেকে ঘুরেও আসতে পারেন। তবে সাথে পরিচয়পত্র রাখতে ভুলবেন না কারন‌ জঙ্গলের কিছু কিছু অঞ্চলে ঢোকার জন্য তা লাগতে পারে।

  যাওয়া - শিয়ালদাহ থেকে লোকাল ট্রেনে করে টাকি রোড স্টেশন। সেখান থেকে অটো অথবা রিক্সা।

  থাক - টাকি ইছামতির তীরে অজস্র ভালো সরকারি ও বেসরকারি হোটেল ও লজ আছে।

** আছিপুর - বজবজের কাছাকাছি হুগলী নদীর তীরে অবস্থিত এই গ্রামে চাইনিজদের বসবাস। এটিই ভারতবর্ষের প্রথম ও সবথেকে বড় কলোনি। চাইনিজ সংস্কৃতি ও খাদ্য নিয়ে আগ্রহ থাকলে ঘুরে আসতেই পারেন আছিপুর। প্রতি বছর চাইনিজ নববর্ষের সন্ধ্যা ও পুরো মাস হাজার হাজার মানুষ এখানে আসেন। এখানকার মন্দির গুলো আরও বড়ো আকর্ষন।

  যাওয়া - শিয়ালদাহ থেকে বজবজ স্টেশন এবং সেখান থেকে অটো তে আছিপুর।

  থাকা - বেশ কয়েকটি লজ আছে। পছন্দমত একটা বেছে নেবেন।

                       

You might also like!