দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফোন সুরক্ষিত রাখতে গিয়ে তার বিপদ ডেকে আনছেন। বাজার চলতি সস্তা স্ক্রিন গার্ড কিনতে গিয়ে বারোটা বাজাচ্ছেন স্মার্টফোনের। সম্প্রতি মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল শাওমি। লিকুইড UV স্ক্রিন প্রোটেক্টর নিয়ে সাবধান থাকতে বলেছে কোম্পানি। এই প্রবণতা ফোনের ওয়ারেন্টি বাতিল করে দিতে পারে। এদিন টুইট করে গোটা বিষয়টি স্পষ্ট করে শাওমি।
স্ক্রিন গার্ড বা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক করল শাওমি। বাজার চলতি সস্তা লিকুইড UV স্ক্রিন প্রোটেক্টর লাগানোর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ফোনের ডিসপ্লে। সাময়িক ভাবে সুরক্ষিত মনে হলে দীর্ঘ মেয়াদে এটি ফোনের কার্যকারিতা কমিয়ে দেয়। যা নিয়ে সম্প্রতি সতর্ক করেছে শাওমি।
বিশ্ব বাজারে অন্যতম বড় স্মার্টফোন কোম্পানি শাওমি। রেডমি ও শাওমি দুই নামেই বাজারে বিক্রি হয় এই কোম্পানির স্মার্টফোন। ভারতেও দারুণ জনপ্রিয়। কিন্তু, সেই সব ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য অনেকে দোকানে গিয়ে 100-150 টাকার লিকুইড UV স্ক্রিন প্রোটেক্টর লাগান। এটি অল্প কিছুদিন ভালো লাগলেও লম্বা সময়ের জন্য অত্যন্ত খারাপ।
শাওমির মতে, এগুলি ফোনের ডিসপ্লে খারাপ করে দেয়। সাধারণত স্ক্র্যাচ থেকে বাঁচতে এই ধরনের স্ক্রিন প্রোটেক্টর লাগানো হয়। খুবই সহজলভ্য, অল্প দামে সব ফোনের দোকানেই পাওয়া যায়। কিন্তু, তা যে ক্ষতিকারক সেটা অনেকেই জানেন না। ফোনের ডিসপ্লেতে যে গ্লাস লেয়ার থাকে সেটি এবং স্ক্রিনের মাঝে একটি স্তর হিসাবে কাজ করে স্ক্রিন প্রোটেক্টর।
সেগুলি নিয়ে উদ্বিগ্ন শাওমি। এবং তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কোম্পানি। এ বিষয়ে টুইটার যা বর্তমানে X প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছে কোম্পানি। সেখানে কী করা উচিত এবং কী এড়িয়ে চলা উচিত তা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে শাওমি। সস্তা খুঁজতে গিয়ে অনেকেই নিম্ন মানের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করেন।
এগুলি শুধু ফোনের ডিসপ্লে খারাপ করে দেয় না, স্মার্টফোনের ফাংশনেও বড় প্রভাব ফলে। যার ফলে কিছুদিন পর মোবাইল ব্যবহার হওয়া বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য কী ব্যবহার করা উচিত? শাওমি তাদের গ্রাহকদের জন্য বিকল্প উপায় রেখেছে।
শাওমির পরামর্শ, লিকুইড UV স্ক্রিন প্রোটেক্টরের বদলে Non-Tempered গ্লাস বা ইলেক্ট্রোস্ট্যাটিক ফিল্ম ব্যবহার করা উচিত। এগুলি আঠা বা গামের মাধ্যমে স্ক্রিনে লেগে থাকে না। যার ফলে স্মার্টফোন ও তার ডিসপ্লে সুরক্ষিত থাকে এবং অনেকদিন ব্যবহার করা যায়।
শাওমি বা রেডমি স্মার্টফোনে যদি এখনও আপনি আঠা দিয়ে লাগানো লিকুইড UV স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করেন, তাহলে ওয়ারেন্টি বাতিল হতে পারে বলে জানিয়েছে কোম্পানি। তাই ফোনের আয়ু বাড়ানোর জন্য কোম্পানির এই পরামর্শ মেনে চলতে পারেন।