Technology

1 month ago

22 মার্চ বাজারে আসছে এই সস্তা স্মার্টফোন Lava O2

Lava O2
Lava O2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Lava তার গ্রাহকদের জন্য Lava O2 ফোন ভারতে আনতে চলেছে। এই ফোনটি মার্চ মাসেই লঞ্চ করা হবে। কোম্পানির তরফে আপকামিং ফোনটি বেশ কয়েকদিন ধরে টিজ করা হচ্ছে। এখন আপকামিং লাভা ফোনের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, ফোনের লঞ্চ তারিখ সম্পর্কে কোম্পানি জানিয়েছে।

Lava O2 ফোনের লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস

লাভা কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করে Lava O2 ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে।

নীচে দেওয়া পোস্টে দেখা যাচ্ছে ফোনটি 22 মার্চ দুপুর 12:00টায় লঞ্চ করা হবে। লাইভ ইভেন্টের মাধ্যমে ভারতে এই স্মার্টফোনটি পেশ করা হবে।

সোশ্যাল মিডিয়া সহ কোম্পানি শপিং সাইট আমাজনেও ফোনটির মাইক্রোসাইট লাইভ করে এতে স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছে।

মাইক্রোসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।

ফোনটিতে 50 মেগাপিক্সেল AI রেয়ার ক্যামেরা এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিও টিজার অনুযায়ী Lava O2 ফোনটিতে Unisoc T616 চিপসেট দেওয়া হবে।

Lava O2 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: লাভা ও2 স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এবং 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। টিজারে এই ফোনে পাঞ্চ-হোল স্ক্রিন দেখা গেছে।

প্রসেসর: সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ভিডিও টিজারে দেখা গেছে ফোনটিতে পারফরমেন্সের জন্য Unisoc T616 চিপসেট দেওয়া হবে।

স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Lava O2 ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।

ক্যামেরা: কোম্পানির পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে Lava O2 ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা যোগ করা হবে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি AI ক্যামেরা দেওয়া হবে।

ব্যাটারি: এখনও পর্যন্ত ব্যাটারি সাইজ সম্পর্কে কিছু জানানো হয়নি তবে এই ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হবে।


You might also like!