Technology

1 year ago

Vivo V29 এবং Vivo V29 Pro এর লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন

Vivo V29 , Vivo V29 Pro 5G
Vivo V29 , Vivo V29 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত মাসে Vivo V29 5G ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল এবং এবার এই ফোনের ভারতে লঞ্চের কথা শোনা যাচ্ছে। সম্প্রতি আমরা খবর পেয়েছি এই মাসের শেষের দিকে ভারতে Vivo V29 এবং Vivo V29 Pro 5G ফোনদুটি লঞ্চ হবে। এবার এই ফোনদুটির ডিজাইন এবং ক্যামেরা ডিটেইলস সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য পাওয়া গেছে।

ন্ডাস্ট্রি সোর্স অনুযায়ী V29 এবং V29 Pro ফোনে 3D কার্ভড 1.5K AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট এবং HDR10+ সার্টিফিকেশন পাওয়া যাবে।

উভয় ফোনে আলট্রা স্লিম এবং হালকা বডি থাকবে বলে জানা গেছে।

Vivo V29 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo V29 5G ফোনটিতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে আছে। এই স্ক্রিনে পাঞ্চ হোল কাটআউট সহ সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

প্রসেসর: এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেটে কাজ করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 642এল জিপিইউ রয়েছে।

RAM+স্টোরেজ: য়ান্ত্রজাতিক বাজারে Vivo V29 5G ফোনটি 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB ভেরিয়েন্টে সেল করা হয়।

সফটওয়্যার: Vivo V29 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফ্যান টাচ ওএস 13 এ কাজ করে।

ক্যামেরা: এই ফোনে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP মোনোক্রোম সেন্সর রয়েছে। সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Vivo V29 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,600mAh ব্যাটারি রয়েছে।

 


You might also like!