দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছোটদের জন্য বাজারে নতুন ঘড়ি নিয়ে আসল গুগল ফিটবিট। সাত বছর বা তার বেশি বয়সি বাচ্চাদের কথা মাথায় রেখেই এই ঘড়ি ডিজাইন করা হয়েছে। মূলত ছোটদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই ঘড়ি তৈরি করা হয়েছে। এতে রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করা সম্ভব।
এই স্মার্টওয়াচে ২ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ ছাড়াও Qualcomm Snapdragon W5 প্রসেসর রয়েছে। তবে, এতে গুগল প্লে স্টোর সাপোর্ট পাওয়া যাবে না। ফিটবিট অ্যাপের মাধ্যমে ছোটদের এই স্মার্টওয়াচ নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা।
এছাড়াও এই ঘড়িতে ২৪ ঘণ্টার লোকেশন, ডেটা সব স্টোর থাকবে। ফোন এবং মেসেজ দুটোই করা যাবে। মোট ২০টি কন্টাক্ট নম্বর সেভ রাখা যাবে এই স্মার্টওয়াচে। আর ছোটদের মনোরঞ্জনের জন্য এতে 3D গেমস ফিচারও রয়েছে।