Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

2 years ago

Royal Enfield Electric Bike: রয়্যাল এনফিল্ড নিয়ে এসেছে প্রথম ইলেকট্রিক বাইক, ভারতের খুব তাড়াতাড়ি আসবে

Royal Enfield Electric Bike
Royal Enfield Electric Bike

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  Royal Enfield Electric Bike- নতুন Royal Enfield Himalayan 450 বাইকের পাশাপাশি একটি নতুন ইলেকট্রিক বাইক সামনে নিয়ে এসেছে রয়্যাল এনফিল্ড। এটি একটি ইলেকট্রিক হিমালয়ান বাইক যা 2023 EICMA অনুষ্ঠানে সামনে নিয়ে এসেছে কোম্পানি। রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক নিয়ে অনেক ধরেই চর্চা চলছিল বিভিন্ন মহলে।

Royal Enfield Electric Bike

ডিজাইনের ক্ষেত্রে পেট্রল মডেলের যে হিমালয়ান 411 এবং হিমালয়ান 450 রয়েছে এদের থেকে অনেকটাই আলাদা এই ইলেকট্রিক মোটরসাইকেলটি। বেশ রাফ অ্যান্ড টাফ লুকের মোটরবাইক রয়্যাল এনফিল্ড এই ইলেকট্রিক বাইকটি। এই বাইকে দেখা গিয়েছে গোল্ডেন আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন এবং গ্যাস চার্জ মনোশক। ব্রেকিংয়ের জন্য দু চাকাতেই দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক। এই বাইকে ২১/১৭ ইঞ্চির স্পোক হুইল পেয়ে যাবেন। যদিও এটি একটি কনসেপ্ট। এই বাইকে আগামী দিনে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালাবে কোম্পানি।

ভারতের বাজারে এই মুহূর্তে ইলেকট্রিক বাইকের বাজারে বিকল্পের সংখ্যা খুবই কম। মূলত বেশ কিছু স্টার্ট-আপ সংস্থাই বাজারে ব্যাটারি চালিত মোটরসাইকেল লঞ্চ করেছে। এখনও পর্যন্ত বড় কোনও ব্র্যান্ড এই মার্কেটে প্রবেশ করেনি। তবে বহু কোম্পানি ইতিমধ্যে ই-মোটরসাইকেল আনার প্রস্তুতি শুরু করেছে।

ইতালির মিলান শহরে অনুষ্ঠিত হয়েছে 2023 EICMA। ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই অটো প্রদর্শনী প্রোগ্রাম। যেখানে বিশ্বজুড়ে একাধিক ব্র্যান্ড তাদের নতুন দু চাকা ও চার চাকা সামনে নিয়ে এসেছে। ভারতীয় সংস্থার মধ্যে শুধু Royal Enfield এবং Hero MotoCorp নতুন টু হুইলার লঞ্চের ঘোষণা করবে এখানে।

প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ড আজকে নতুন হিমালয়ান ৪৫২ লঞ্চ করেছে। অ্যাডভেঞ্চার টুর বাইকের মধ্যে হিমালয়ান মোটরসাইকেল হতে চলেছে এক দুর্দান্ত বাইক। অন্যদিকে ইলেকট্রিক হিমালয়ানের সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনও অব্দি জানানো হয়নি।

You might also like!