Technology

10 months ago

Online account Hacking: হ্যাক হয়েছে আপনার অনলাইন অ্য়াকাউন্ট? এরপর কী করণীয়?

Online account Hacking
Online account Hacking

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হ্যাকিংয়ের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম বা Youtube অ্য়াকাউন্ট হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রচুর। সেখান থেকে বাঁচার উপায় অনেকেই জানেন। কিন্ত তারপরেও যদি আপনার ব্যাক্তিগত অ্য়াকাউন্ট হ্যাক হয় তাহলে কী করণীয়? জেনে নিন-

অ্য়াকাউন্ট হ্যাক হলে সর্বপ্রথম সেই অ্য়াকাউন্টের পাসওয়ার্ড বদল করুন। এবং হ্যাক হওয়া অ্য়াকাউন্টের সঙ্গে অন্য কোনও অ্য়াপ লিঙ্ক থাকলে সেগুলিরও পাসওয়ার্ড দ্রুত বদল করতে হবে। তা না হলে তথ্য চুরির সম্ভাবনা থাকে। এছাড়াও, ওয়াইফাই পাসওয়ার্ড বদল করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ, ওয়াই ফাই এর মাধ্যমেই ল্যাপটপ বা ফোনে আড়ি পাতে হ্যাকাররা। সেকারণে ডিভাইস পাসওয়ার্ড পরিবর্তন জরুরি।

হ্যাকিং-এর মাধ্যমে গোপন তথ্য হাতিয়ে নেওয়াই লক্ষ্য থাকে হ্যাকাদের। শুধু তাই নয়, ইউজার আইডি বা পাসওয়ার্ড বিক্রি করেও দেওয়া হয় ডার্ক ওয়েবে। সেকারণে অনলাইন অ্য়াকাউন্টের পাসওয়ার্ডের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকা দরকার।


You might also like!