দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্মার্টফোন মেকর কোম্পানি নোকিয়া তার নতুন মোবাইল Nokia G42 5G লঞ্চ করে দিয়েছে। নোকিয়ার লেটেস্ট বাজেট ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করা হয়েছে। নোকিয়া G42 5G ফোনের বিশেষ ফিচার হল তার ব্যাটারি, যা রিপ্লেসেবল অর্থাৎ বদলানো যাবে। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক লেটেস্ট Nokia G42 5G ফোনের সমস্ত খুটিনাটি...
Nokia G42 5G এর দাম
Nokia G42 5G ফোনটি ভারতে 12,599 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এতে 6GB RAM এবং 5GB virtual RAM টেকনোলজি যোগ করা হয়েছে। এর ফলে ফোনটিতে মোট 11GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। আগামী 15 সেপ্টেম্বর থেকে Nokia G42 5G ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে।
Nokia G42 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Nokia G42 5G ফোনটিতে 6.56-ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন HD+ রেজলিউশন ও 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ চিপসেট দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.2Ghz ক্লক স্পীডে কাজ করে।
ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Nokia G42 5G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, OZO প্লেব্যাক লাউডস্পিকার, ডুয়েল সিম 5জি ও 4জি, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।