Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Technology

1 year ago

শীঘ্রই বাজারে আসতে চলেছে Kawasaki Eliminator 450, জেনে নিন বিস্তারিত

Kawasaki Eliminator 450
Kawasaki Eliminator 450

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি একটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে কাওয়াসাকি। খুব সম্ভবত গোয়ার আসন্ন অনুষ্ঠান ইন্ডিয়া বাইক উইক ২০২৩ তে লঞ্চ হবে এই গাড়ি। ইতিমধ্যেই সামনে এসেছে বাইকটির চাকার নকশা, সামনের ডিস্ক এবং ওভারঅল সিলুয়েট। যা কাওয়াসাকি এলিমিনেটর 450 এর সাথে মিলে যায়। উল্লেখ্য, এলিমিনেটর 450 হতে চলেছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ক্রুজার হতে চলেছে এই বাইক।

Kawasaki-র দমদার বাইক Eliminator 450 আসছে

প্রত্যাশা মতোই ভারতীয় বাইকারদের থেকে Eliminator 450-কে ঘিরে কাওয়াসাকি নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ২৩৫ কেজি ওজনের ৬৫০ সিসি ক্রুজার Vulcan S সামলানো সকলের পক্ষে সম্ভব নয়। সেখানে এলিমিনেটরের ওয়েট ১৭৬ কেজি। তাই Vulcan S এর চাইতে যে Eliminator 450-র প্রতি বেশি সংখ্যক ক্রেতা আকৃষ্ট হবেন, তা বলাই বাহুল্য।

নতুন Kawasaki Eliminator 450-এ থাকছে একটি ৪৫১ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। এটি ৩৯৯ সিসি মোটরের Ninja 400-এর দীর্ঘতর স্ট্রোক ভার্সন। ক্রুজার মডেলটির ৬ গতির গিয়ারবক্স যুক্ত মোটর থেকে ৪৯ বিএইচপি শক্তি উৎপন্ন হতে পারে। Eliminator 450-এ আছে ৩২ মিমি বৃহত্তর থ্রটেল বডি, ৫.৮ লিটার এয়ারবক্স। এটি একটি স্টিল ট্রেলিস ফ্রেমের ওপর ভিত্তি করে আসবে।

সামনে ১৮ ও পেছনে ১৬ ইঞ্চি হুইলে ছুটবে বাইকটি। এতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল স্প্রিং রিয়ার সাসপেনশন। দু’চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক সমেত হাজির হবে বাইকটি। লঞ্চের পর Royal Enfield Super Meteor 650-র সাথে পাঙ্গা নেবে। বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে এ দেশে জুড়ে বাইকটি বিক্রি করা হতে পারে। আবার সম্পূর্ণ বাইক আমদানি করেও এদেশে বিক্রি করতে পারে সংস্থা।


You might also like!