Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Technology

1 year ago

Hero Mavrick 440 : ভারতের বাজারে এসে গেল হিরো মাভেরিক,কালারফুল ডিসপ্লে-সহ যোগ হল একগুচ্ছ নয়া ফিচার্স

Hero Mavrick 440
Hero Mavrick 440

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিরোর নতুন মডেল হিরো মাভেরিক (Hero Mavrick 440) এবার এসে গেল ভারতের বাজারে। হিরো মাভেরিক ৪৪০। ফিচার্স দেখলে চমকে তো যেতেই হয়, তার উপর আবার এই বাইক দেখতে হুবহু হার্লে ডেভিডসনের মত। হিরোর এই নতুন ফ্ল্যাগশিপ মডেল এবার ভারতের বাজারে পাওয়া যাবে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে আসে ম্যাভরিক। তখন বাইকে ছিল এলসিডি ডিসপ্লে। নতুন মডেলে সেই ডিসপ্লে সরিয়ে টিএফটি ডিসপ্লে যোগ করল হিরো। এই একই ফিচার রয়েছে হার্লে-ডেভিডসন এক্স৪৪০ বাইকেও। ডিসপ্লে ছাড়া যোগ হয়েছে নতুন আপ সাইড ডাউন (USD) ফ্রন্ট সাসপেনশন এবং থ্রিডি লোগো।

আপডেটেড হিরো ম্যাভরিক নতুন দুটি রংয়ে পাওয়া যাবে - মেটালিক গ্রে এবং ব্ল্যাক। এছাড়া আগের মডেলের থেকে নতুন মডেল ২ কেজি ওজন কমানো হয়েছে। নতুন বাইকের ওজন ১৮৯ কিলোগ্রাম। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতে এই বাইকটি লঞ্চ করবে হিরো মটোকর্প। একাধিক রংয়ের বিকল্প থাকবে সেখানে। আপডেটেড হিরো ম্যাভরিকের ইঞ্জিন ক্যাপাসিটির যদি কথা বলি তাহলে এতে পাবেন ৪৪০ সিসি অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সর্বাধিক ২৭ হর্সপাওয়ার এবং ৩৬ এনএম টর্ক তৈরি করতে পারে এই বাইক। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ার। ব্রেকিংয়ের ক্ষেত্রে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো উন্নত স্পেসিফিকেশন রয়েছে বাইকে। 

অন্যান্য ফিচারের ক্ষেত্রে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইউএসবি চার্জার এবং এলইডি লাইটিং। বর্তমানে দেশের বাজারে বাইকটির এক্স-শোরুম দাম ১.৯৯ লাখ থেকে ২.২৪ লাখ টাকা। ভারতের সবথেকে সস্তা ৪৪০ সিসির বাইক এটি। তবে আপডেটেড মডেলের দাম একই রাখা হবে নাকি কয়েক হাজার টাকা বেশি মূল্যে বাজারে আসবে সেটাই এখন দেখার। এই মুহূর্তে হিরো ম্যাভরিকের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী যে বাইকগুলি রয়েছে সেগুলি হল - টিভিএস রনিন, রয়্যাল এনফিল্ড গেরিলা, হিমালয়ান, হার্লে-ডেভিডসন এক্স৪৪০, হোন্ডা সিবি৩০০আর ইত্যাদি। তবে এগুলির মধ্যে সবথেকে সস্তা হিরো ম্যাভরিক।


You might also like!