Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Technology

10 months ago

Hero Mavrick 440 : ভারতের বাজারে এসে গেল হিরো মাভেরিক,কালারফুল ডিসপ্লে-সহ যোগ হল একগুচ্ছ নয়া ফিচার্স

Hero Mavrick 440
Hero Mavrick 440

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিরোর নতুন মডেল হিরো মাভেরিক (Hero Mavrick 440) এবার এসে গেল ভারতের বাজারে। হিরো মাভেরিক ৪৪০। ফিচার্স দেখলে চমকে তো যেতেই হয়, তার উপর আবার এই বাইক দেখতে হুবহু হার্লে ডেভিডসনের মত। হিরোর এই নতুন ফ্ল্যাগশিপ মডেল এবার ভারতের বাজারে পাওয়া যাবে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে আসে ম্যাভরিক। তখন বাইকে ছিল এলসিডি ডিসপ্লে। নতুন মডেলে সেই ডিসপ্লে সরিয়ে টিএফটি ডিসপ্লে যোগ করল হিরো। এই একই ফিচার রয়েছে হার্লে-ডেভিডসন এক্স৪৪০ বাইকেও। ডিসপ্লে ছাড়া যোগ হয়েছে নতুন আপ সাইড ডাউন (USD) ফ্রন্ট সাসপেনশন এবং থ্রিডি লোগো।

আপডেটেড হিরো ম্যাভরিক নতুন দুটি রংয়ে পাওয়া যাবে - মেটালিক গ্রে এবং ব্ল্যাক। এছাড়া আগের মডেলের থেকে নতুন মডেল ২ কেজি ওজন কমানো হয়েছে। নতুন বাইকের ওজন ১৮৯ কিলোগ্রাম। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতে এই বাইকটি লঞ্চ করবে হিরো মটোকর্প। একাধিক রংয়ের বিকল্প থাকবে সেখানে। আপডেটেড হিরো ম্যাভরিকের ইঞ্জিন ক্যাপাসিটির যদি কথা বলি তাহলে এতে পাবেন ৪৪০ সিসি অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সর্বাধিক ২৭ হর্সপাওয়ার এবং ৩৬ এনএম টর্ক তৈরি করতে পারে এই বাইক। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ার। ব্রেকিংয়ের ক্ষেত্রে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো উন্নত স্পেসিফিকেশন রয়েছে বাইকে। 

অন্যান্য ফিচারের ক্ষেত্রে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইউএসবি চার্জার এবং এলইডি লাইটিং। বর্তমানে দেশের বাজারে বাইকটির এক্স-শোরুম দাম ১.৯৯ লাখ থেকে ২.২৪ লাখ টাকা। ভারতের সবথেকে সস্তা ৪৪০ সিসির বাইক এটি। তবে আপডেটেড মডেলের দাম একই রাখা হবে নাকি কয়েক হাজার টাকা বেশি মূল্যে বাজারে আসবে সেটাই এখন দেখার। এই মুহূর্তে হিরো ম্যাভরিকের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী যে বাইকগুলি রয়েছে সেগুলি হল - টিভিএস রনিন, রয়্যাল এনফিল্ড গেরিলা, হিমালয়ান, হার্লে-ডেভিডসন এক্স৪৪০, হোন্ডা সিবি৩০০আর ইত্যাদি। তবে এগুলির মধ্যে সবথেকে সস্তা হিরো ম্যাভরিক।


You might also like!