Technology

11 months ago

Google Map Timeline: গোপন গন্তব্যও ট্র্যাক করে গুগল, কীভাবে ডিলিট করবেন ম্যাপের টাইমলাইন হিস্ট্রি

Google Map
Google Map

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিভিন্ন লোকেশন খোঁজার জন্য গুগল ম্যাপ সার্চ করা এখন অভ্যাস। গুগল কিন্তু আপনার সব গতিবিধি নজরদারি করে। মাসের শেষে আসে রিপোর্টও। কোথায় কোথায় গিয়েছেন, তার সম্পূর্ণ তালিকা মেলে পাঠানো হয়।

ডিভাইসে লোকেশন অন করলেই গুগল ট্র্যাক করা শুরু করে। কিন্তু আপনি যদি চান, আপনার গোপন গন্তব্য লুকিয়েও রাখতে পারেন ডিভাইস থেকে। লোকেশন অন থাকলেও, পরে ডিলিট করা যায়।

কীভাবে করবেন! গুগল ম্যাপ খুলবেন। প্রোফাইল পিকচারে যাবেন। ডানদিকের কর্নারে ক্লিক করতে হবে। এরপরই একটা নতুন উইন্ডো খুলে যাবে। ওই উইন্ডোতে টাইমলাইন দেখা যাবে। প্রত্যেকটি দিনের গন্তব্য দেখাবে ওখানে। থ্রি-ডট বাটনে ক্লিক করে নির্দিষ্ট দিনের হিস্ট্রি ডিলিট করা সম্ভব।

You might also like!