দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চীনে OPPO Find N3 Flip ফোনটি লঞ্চ করা হয়েছিল। তখন থেকেই এই ফোনের গ্লোবাল এবং ভারতীয় মার্কেটে লঞ্চের অপেক্ষা করা হচ্ছিল। কিছু দিন আগে গ্লোবাল ফোনটির একটি লিক ফটো দেখা গিয়েছিল। এবার এই ফোনটি সার্টিফিকেশন সাইট গীকবেঞ্চে দেখা গেছে। এখান থেকে এই ফোনের প্রসেসর, ওএস, RAM এর মতো বেশ কিছু তথ্য জানা গেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের লিস্টিং সম্পর্কে।
OPPO Find N3 Flip এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 6.80-ইঞ্চির FHD+ এমোলেড ইনার ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এর সঙ্গে এই ফোনে 3.26-ইঞ্চির এমোলেড কভার ডিসপ্লে রয়েছে।
চিপসেট: OPPO Find N3 Flip ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 চিপসেট যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-G715 Immortalis MP11 GPU দেওয়া হয়েছে।
স্টোরেজ: এতে 16GB পর্যন্ত RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: OPPO Find N3 Flip ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32MP টেলিফটো লেন্স রয়েছে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: এতে 4300mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
অন্যান্য: OPPO Find N3 Flip ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, এনএফসি সহ ডুয়েল সিম 5জি, এইফি এবং ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।
ওএস: এই ফোনটি Android 13 এবং ColorOS 13.1 এ কাজ করে।