Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Offbeat and viral

2 years ago

Job Recruitment: চাকরির খোঁজ! কুকুরের দেখাশোনার লোক চাই!

Pet Dogs (Symbolic Picture)
Pet Dogs (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার এক নবতম চাকরির সন্ধান মিলল। যা শুনে রীতিমত চক্ষু চড়ক গাছ নেট ব্যবহারকারীদের। সারমেয়র দেখাশোনাই কাজ! তবে এদেশে নয়, সে থাকে সেন্ট্রাল লন্ডনে। চাকরি পেলে বছরে বেতন প্রায় এক কোটি। শুধু তাই নয়, সারমেয়র সঙ্গে ছুটি কাটাতেও যোগ দেওয়া যাবে। 

এই চাকরিতে ঠিক কি কি করতে হবে? 

কুকুরটির প্লে ডেট তৈরি করা, খাবার দাবার ঠিকমতো দেওয়া হচ্ছে কি না তা দেখা, চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নির্দিষ্ট করা, এছাড়াও অন্যান্য কোনও বিষয়ে যাতে সারমেয়টির কোনও সমস্যা না হয় সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে। 

জানা গিয়েছে, বিজ্ঞাপনদাতা সংস্থা এই প্রথমবার কোনও কুকুরের ন্যানি চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। তবে আশাতীত সাড়া পেয়েছেন তাঁরা, জানা গিয়েছে এমনটাই। এখনও পর্যন্ত ৪০০ জন এই পদের জন্য ইন্টারনেটে আগ্রহ প্রকাশ করেছে।

You might also like!