কলকাতা, ১০ সেপ্টেম্বর : ওডিশার নন্দনকাননে আলিপুর থেকে এক জোড়া জিরাফ পাঠানো হয়েছে। এর পরিবর্তে সেখান থেকে আনা হয়েছে দুই জোড়া অর্থাৎ চারটি সবুজ টিকটিকি ও গোসাপ, তবে সাপ নয়। চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত এ প্রসঙ্গে আরও জানান, গ্রীন ইগুয়ানা ও মনিটর লিজার্ড পৌঁছেছে। মূলতঃ দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় ওদের বাসস্থান। এছাড়াও একজোড়া জলহস্তী পাওয়া গেছে। সেইসঙ্গে রয়েছে চার শিং যুক্ত চৌশিঙ্গা এবং বারাশিঙ্গা হরিণ। নেপালে দেখা যায়, পাঁচটি ইন্দো প্যারা হরিণও স্থান পেতে চলেছে। আলিপুর দেখা যাবে দর্শক সাধারণের জন্য ।