নয়াদিল্লি, ২৩ মে : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিসের মূল পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে। শীর্ষ স্থান দখল করা ৩ জনই মহিলা, যথাক্রমে-ঈশিতা কিশোর, গরিমা লোহিয়া ও উমা হারাথি এন। চতুর্থ স্থানেও একজন মহিলা, তাঁর নাম-স্মৃতি মিশ্র। পরীক্ষার্থীরা ইউপিএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://upsc.gov.in/-এ গিয়ে তাঁদের রেজাল্টটি দেখতে পারবেন।
২০২২ সালের জুন মাসে হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা হয় ওই বছরের সেপ্টেম্বরে এবং ২৩ মে (মঙ্গলবার) চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ঈশিতা কিশোর, দ্বিতীয় স্থানাধিকারী গরিমা লোহিয়া, তৃতীয় স্থান দখল করেছেন উমা হারাথি এন এবং চতুর্থ স্মৃতি মিশ্র।