Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Livelihood message

1 year ago

Malda Medical College Recruitment : মালদহ মেডিক্যাল কলেজে কর্মখালি, বেতন দেড় লাখের বেশি

Malda Medical College Recruitment
Malda Medical College Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমালদহ মেডিক্যাল কলেজে কর্মখালি । নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে । ওয়াক ইন ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে । আবেদনের যোগ্যতা থেকে বেতন,বয়সসীমা...একনজরে দেখে নিন

পদের না

সিনিয়র রেসিডেন্ট (জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনেকোলজি , অবস্টেট্রিক্স, রেডিয়োলজি এবং অ্যানেস্থেশিয়োলজি বিভাগ)

শূন্যপদ

পাঁচ

শিক্ষাগত যোগ্যতা

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)-র ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর । একইসঙ্গে ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) বা সমতুল ডিগ্রি থাকা প্রয়োজন । আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীর নাম ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে ।

বয়সসীমা

আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর

বেতন

মাসিক বেতন দেড় লাখের বেশি

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে । ইন্টারভিউয়ের তারিখ ২৭ মে । ওই দিন বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র-সহ একাধিক প্রয়োজনীয় নথি নিয়ে মালদহ মেডিক্যাল কলেজে উপস্থিত থাকতে হবে ।


You might also like!