Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Livelihood message

1 year ago

Malda Medical College Recruitment : মালদহ মেডিক্যাল কলেজে কর্মখালি, বেতন দেড় লাখের বেশি

Malda Medical College Recruitment
Malda Medical College Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমালদহ মেডিক্যাল কলেজে কর্মখালি । নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে । ওয়াক ইন ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে । আবেদনের যোগ্যতা থেকে বেতন,বয়সসীমা...একনজরে দেখে নিন

পদের না

সিনিয়র রেসিডেন্ট (জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনেকোলজি , অবস্টেট্রিক্স, রেডিয়োলজি এবং অ্যানেস্থেশিয়োলজি বিভাগ)

শূন্যপদ

পাঁচ

শিক্ষাগত যোগ্যতা

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)-র ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর । একইসঙ্গে ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) বা সমতুল ডিগ্রি থাকা প্রয়োজন । আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীর নাম ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে ।

বয়সসীমা

আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর

বেতন

মাসিক বেতন দেড় লাখের বেশি

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে । ইন্টারভিউয়ের তারিখ ২৭ মে । ওই দিন বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র-সহ একাধিক প্রয়োজনীয় নথি নিয়ে মালদহ মেডিক্যাল কলেজে উপস্থিত থাকতে হবে ।


You might also like!