Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Livelihood message

1 year ago

Malda Medical College Recruitment : মালদহ মেডিক্যাল কলেজে কর্মখালি, বেতন দেড় লাখের বেশি

Malda Medical College Recruitment
Malda Medical College Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমালদহ মেডিক্যাল কলেজে কর্মখালি । নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে । ওয়াক ইন ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে । আবেদনের যোগ্যতা থেকে বেতন,বয়সসীমা...একনজরে দেখে নিন

পদের না

সিনিয়র রেসিডেন্ট (জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনেকোলজি , অবস্টেট্রিক্স, রেডিয়োলজি এবং অ্যানেস্থেশিয়োলজি বিভাগ)

শূন্যপদ

পাঁচ

শিক্ষাগত যোগ্যতা

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)-র ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর । একইসঙ্গে ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) বা সমতুল ডিগ্রি থাকা প্রয়োজন । আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীর নাম ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে ।

বয়সসীমা

আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর

বেতন

মাসিক বেতন দেড় লাখের বেশি

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে । ইন্টারভিউয়ের তারিখ ২৭ মে । ওই দিন বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র-সহ একাধিক প্রয়োজনীয় নথি নিয়ে মালদহ মেডিক্যাল কলেজে উপস্থিত থাকতে হবে ।


You might also like!