Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Livelihood message

1 year ago

Malda Medical College Recruitment : মালদহ মেডিক্যাল কলেজে কর্মখালি, বেতন দেড় লাখের বেশি

Malda Medical College Recruitment
Malda Medical College Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমালদহ মেডিক্যাল কলেজে কর্মখালি । নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে । ওয়াক ইন ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে । আবেদনের যোগ্যতা থেকে বেতন,বয়সসীমা...একনজরে দেখে নিন

পদের না

সিনিয়র রেসিডেন্ট (জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনেকোলজি , অবস্টেট্রিক্স, রেডিয়োলজি এবং অ্যানেস্থেশিয়োলজি বিভাগ)

শূন্যপদ

পাঁচ

শিক্ষাগত যোগ্যতা

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)-র ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর । একইসঙ্গে ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) বা সমতুল ডিগ্রি থাকা প্রয়োজন । আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীর নাম ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে ।

বয়সসীমা

আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর

বেতন

মাসিক বেতন দেড় লাখের বেশি

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে । ইন্টারভিউয়ের তারিখ ২৭ মে । ওই দিন বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র-সহ একাধিক প্রয়োজনীয় নথি নিয়ে মালদহ মেডিক্যাল কলেজে উপস্থিত থাকতে হবে ।


You might also like!