Life Style News

3 months ago

Snake in Dreams: সাপের স্বপ্ন দেখলে কি হয়?এর প্রভাব জানলে চমকে উঠবেন!

Snake in Dreams
Snake in Dreams

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অনেকেই ঘুমের ঘোরে নানা স্বপ্ন দেখেন। কখন সাপের স্বপ্ন দেখছেন তো, আবার কখন মাটির নিচে পড়ে যাওয়ার স্বপ্ন। এই স্বপ্ন দেখার ফলে অনেকেই ভয় পেয়ে যায় এবং এর প্রভাবে কি ঘটবে, তা জানতে চান। তবে বিশেষজ্ঞদের মতে,  সাপের স্বপ্ন দেখলে শুভ বা অশুভ-দুই ঘটবে পারে। 

বিশেষজ্ঞদের দাবি, সাপের স্বপ্নের মধ্যে কি কি ইঙ্গিত রয়েছে,যার থেকে অনেকে শুভ যোগ বা অশুভ যোগের আভাস পাওয়া যায়। 

আপনি যদি ঘুমের মধ্যে সাদা রঙের সাপ স্বপ্নে দেখেন, তবে এটি খুবই শুভ বলে মনে করা হয়। ধনসম্পত্তি লাভের দেয় এই স্বপ্ন।

যদি সাপকে গাছ বেয়ে উঠতে দেখেন তবে আপনার প্রাপ্তিযোগ ঘটতে পারে। 

হিন্দু শাস্ত্রে নাগ-নাগিনীর মিলনদৃশ্যও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তবে দেখলে সেই জায়গায় দাঁড়িয়ে থাকা বিধেয় নয়, আর তাদের কোনোভাবেই বিরক্ত করা যাবে না। কিন্তু এই মিলনের স্বপ্ন দেখলে আপনার শুভ জীবনে প্রভাব পড়তে পারে। 

 স্বপ্নে বা বাস্তবে মরা সাপ দেখাকে অবশ্য খুবই অশুভ মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এই স্বপ্ন দেখলে শিবের কাছে প্রার্থনার বিধান রয়েছে। করতে হয় শিবপুজা।

 পথে সাপ যদি বাঁদিকে চোখে পড়ে এবং তা যদি রাস্তা অতিক্রম করে চলে যায় তবে সেটা অশুভ মনে করা হয়। এতে একটু সতর্ক হতে হয়। কিন্তু বিষয়টি ডানদিক থেকে হলে তা খুবই শুভ ফলদায়ক।

 কোনো মন্দিরে স্বপ্নদর্শনেরও শুভ ফল আছে। এর ফলে ইচ্ছেপূরণ ঘটে। কোনো শিবলিঙ্গে সাপ জড়িয়ে থাকার দৃশ্যও খুব শুভ বলে মনে করা হয়। এর ফলে সেই দর্শকের শিবের আশীর্বাদ লাভ হয় বলেই মনে করেন বিশেষজ্ঞরাও।

You might also like!