দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- একেই হয়তো বলে মিরাকেল। এই শতাব্দীর অন্যতম মিরাকেল বলাই চলে। বাইবেল উল্লেখ আছে এই শেবা গাছের, যা বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তেমনই একটি শেবা গাছের একটি বীজ আবিষ্কার করেন জেরুজালেমের একটি প্রকৃতি বিজ্ঞান সংস্থা। চমৎকার ঘটালেন বিজ্ঞানীরা।
ইজরাইলের মরুভূমির বুকে, ১,০০০ বছরের প্রাচীন একটি বীজ থেকে পরিপূর্ণ গাছের জন্ম দিলেন তাঁরা। একটি ১০ ফুট লম্বা পরিপূর্ণ গাছে পরিণত হয়েছে প্রাচীন বীজটি। বাইবেলের সমসাময়িক এই গাছের বিভিন্ন ঔষধি গুণাবলী রয়েছে বলে জানা গিয়েছে। এমনকি, ক্যান্সার প্রতিরোধী যৌগও রয়েছে। গত শতাব্দীর আটের দশকে এই প্রাচীন বীজটি খুঁজে পেয়েছিলেন প্রত্নতাত্ত্বিকরা। এমন ঘটনায় উল্লোসিত বিশ্বর প্রকৃতি বিজ্ঞানীরা।
আশ্চর্যের বিজয় হলো প্রায় এক হাজার বছর ধরে সেই বীজের মধ্যে লুকিয়ে ছিল প্রাণ। বীজটি রোপণের মাত্র পাঁচ সপ্তাহ পরই একটি ছোট অঙ্কুর দেখা দিয়েছিল। বিজ্ঞানীদের মতে, এটি সম্ভবত কমিফোরা গণের উদ্ধিদ। যদিও এর সঠিক প্রজাতি এখনও অজানা এবং সম্ভবত বিলুপ্ত। এটি এখন এক ১০ ফুট লম্বা গাছে পরিণত হয়েছে। উচ্চতার দিক থেকে সমৃদ্ধ হলেও, গাছটিতে এখনও ফুল বা ফল আসেনি বলে জানিয়েছেন গবেষকরা। বাইবেলে যে শেবা নামে গাছের উল্লেখ রয়েছে। বাইবেল অনুযায়ী, গাছটির নিরাময় গুণ রয়েছে। গবেষকদের মতে, সম্ভবত এটিই সেই শেবা গাছ। হাইব্রিড কৌশল ব্যবহার করে বিজ্ঞানীরা ‘উলি ম্যামথ’ বা ‘ডোডো’পাখির মতো বিলুপ্ত প্রজাতিগুলিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।