Life Style News

2 hours ago

Love Whisper Tips: শব্দের জাদুতে মিলনে উষ্ণতা! সঙ্গিনীর কানে ফিসফিসিয়ে বলুন এই কথাটি!

WHISPER WORDS KISSING
WHISPER WORDS KISSING

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অনেকে বলেন, কথার শক্তি এমন যে তা সবচেয়ে ধারালো অস্ত্রকেও হার মানাতে পারে। যেমন কঠোর বা কটু কথা কারও মনে গভীর আঘাত দিতে পারে, তেমনই কোমল, মধুর বাক্য মুহূর্তেই তৈরি করতে পারে আকর্ষণের আবহ। তাই মনের মানুষকে শুধু স্পর্শেই নয়, কথার মোহে আবদ্ধ করতে চান অনেকেই। আপনি কি সঙ্গিনীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে, বিশেষ করে মিলনের আগে বা মাঝখানে, এমন কিছু বলার কথা ভাবেন যা তাকে আরও বেশি উত্তেজিত করে তুলবে? গবেষণা বলছে, সঠিক সময়ে বলা কিছু বিশেষ কথা একজন নারীর যৌন আকাঙ্ক্ষা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তাই কথোপকথনের ভাষায় থাকা দরকার সেই বিশেষ শব্দ বা বাক্য, যা আপনার সম্পর্ককে করে তুলবে আরও গভীর, রোমাঞ্চকর ও আবেগময়।

শরীরী খেলার প্রস্তুতি পর্বে চুম্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘাড়ে হালকা চুম্বন করুন। বলুন সঙ্গিনীকে চুম্বন দিতে ঠিক আপনার কতটা ভাল লাগে। মহিলারা কিন্তু পুরুষদের মুখের ‘দুষ্টু’ কথা শুনতে ভালবাসেন।

বহু মহিলাই অন্তর্বাসের প্রতি অত্যন্ত সচেতন। অনেক ভাবনাচিন্তা করে অন্তর্বাস কেনেন তাঁরা। ফাঁকা ঘরে সঙ্গিনীর বাছাই করা অন্তর্বাসের প্রশংসা না করলে কী চলে? তাই তো যৌনতায় মেতে ওঠার ফাঁকে তাঁর অন্তর্বাসের প্রশংসা করুন।প্রিয় মানুষের গায়ের গন্ধই যেন অন্যরকম। আর মহিলাদের সুগন্ধীর প্রতি ঝোঁক নিয়ে নতুন করে কিছু বলার নেই। সঙ্গিনীর গায়ের গন্ধ যে আপনার মনকেও দোলা দেয়, তা মুখে প্রকাশ করুন।

সঙ্গিনীর ত্বকের প্রশংসা করতে কিন্তু ভুলবেন না। কারণ, তাতে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। আর যৌনতা মেতে ওঠার আগে এই ধরনের কথা শুনলে সঙ্গিনীর আত্মবিশ্বাস বাড়বে। আর বিছানায় পারফর্ম্যান্সও হবে জবরদস্ত।সঙ্গিনী চাইলে শরীরী খেলায় আপনাকে টেক্কা দিতে পারে। তাঁর মতো আপনাকে আর কেউই হয়তো তেমন করে যৌনসুখ আপনাকে দিতে পারবেন না। একথা মনে চেপে রেখে দেবেন না। সঙ্গিনীকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে চাইলে একথা একান্ত মুহূর্তেও জানান।নিজেদের একান্ত সময়ে সঙ্গিনীকে অবশ্যই এই কথাগুলি বলতে ভুলবেন না। তাতেই দেখবেন বিছানায় উঠবে ঝড়।

You might also like!