দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে নানা প্রকার প্রসাধনী থাকলেও অনেকেই ঘরোয়া উপাচার ব্যবহারের দ্বারা ত্বকের পরিচর্যা করতে পছন্দ করেন। যেসব প্রাকৃতিক উপাদান ত্বকের জন্যে বেশ কার্যকরী ভূমিকা পালন করে, সেই তালিকায় একেবারে প্রথম সারিতেই রয়েছে কমলালেবু ও গোলাপ জল। তাই তো ঘরোয়া রূপটানে এই দুই উপাদানের ব্যাবহার হয়ে আসছে বছরের পর বছর ধরে। চাইলে আপনিও আপনার ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতে এই দুই উপাদানের উপর ভরসা রাখতে পারেন।
কমলালেবুঃ
কমলালেবুর খোসার গুঁড়ো আপনার ত্বকের জন্যে বেজায় উপকারী। বিশেষ করে ত্বকের ছোট-বড় একাধিক সমস্যাকে বাগে রাখতে এর জুড়ি মেলা ভার।
শুধু তাই নয়, কমলালেবুতে উপস্থিত ভিটামিন সি ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়াতেও সিদ্ধহস্ত। ফলত স্কিন টোনের উন্নতিতে যে একেবারেই সময় লাগবে না, তা তো বলাই বাহুল্য!
কমলালেবুর গুণে ত্বকের কোলাজেন উৎপাদন বাড়লে ত্বক থাকবে টানটান। তাছাড়া এই লেবুতে উপস্থিত আরও বেশ কিছু উপকারী উপাদানের গুণে ত্বকের জেল্লা বাড়বে দেখার মতো। সেই সঙ্গে আন ইভেন স্কিন টোনের সমস্যাও দূরে পালাবে।
গোলাপ জলঃ
গোলাপে উপস্থিত ভিটামিন ও মিনারেল আপনার ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে আপনার ত্বকের ছোট-বড় নানা সমস্যাকেও নিয়ে আসবে নিয়ন্ত্রণে। ফলে গোলাপের পাপড়ির গুণে ত্বক হয়ে উঠবে ঝলমলে। এছাড়াও গোলাপের জল আপনার ত্বকের পিএইচ ভারসাম্য ধরে রাখতে সাহায্য করবে এবং আর্দ্রতার মাত্রাও বজায় রাখবে।
গোলাপের জল ও কমলালেবুর খোসার গুঁড়ো, এই দুই উপাদানই আপনার ত্বকের জন্যে উপকারী। তাই সঠিক উপকার পেতে নিয়ম মেনে ব্যবহার করতে হবে এটি।
ফেস ক্লিনজিং করার পরে এই ফেসপ্যাক আপনার মুখে লাগিয়ে নিন। তারপরে ১০ মিনিট অপেক্ষা করুন। ফেসপ্যাক শুকিয়ে এলে মুখ ধুয়ে নিন। শেষে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না যেন। শীতকালে জেল্লাদার ত্বক পেতে সপ্তাহে একদিন এই ফেসপ্যাক লাগালেই হবে।একটি পাত্রে ২-৩ চামচ কমলালেবুর খোসার গুঁড়ো নিন। তার মধ্যে গোলাপের জল যোগ করুন পরিমাণ মতো। এই ২ উপকরণ মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। তাহলেই তৈরি আপনার ফেসপ্যাক!