Life Style News

9 months ago

Snake Sticking Tongue: হিস হিস শব্দে বারবার জিভ বের করে সাপ! কারন জানেন?

Snake Sticking Tongue (Symbolic Picture)
Snake Sticking Tongue (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাপের একটা সাধারন বৈশিষ্ঠ্য হল সাপ বারবার জিভ বের করে। আর তার ওই চেরা জিভ দিয়ে হিস হিস শব্দ করে এগিয়ে যায় শিকারের দিকে। কিন্তু কারণটা কী? সাপ বারবার জিভ বের করার পেছনের আসল রহস্য তুলে ধরছেন বিজ্ঞানীরা। লাইভ সায়েন্সের -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাপ যদি বারবার তার জিভ বের করে, তাহলে তার মানে সে তার জিভের সাহায্যে বাইরের পরিবেশ বোঝার চেষ্টা করছে। অর্থাৎ সেই পরিবেশ তার জন্য কতটা অনুকূল। অর্থাৎ, সাপ তাদের জিভের সাহায্যে বাইরের পরিবেশ সম্পর্কে জানতে পারে। এমনকী তার কাছাকাছি কোনও শিকার আছে কি না, তাও বোঝার চেষ্টা করে। 

কারণ সাপের শোনার ক্ষমতা নেই, তাই তারা গন্ধ পেয়ে শিকারী শনাক্ত করে। তাই সে বার বার জিভ বের করে। আর সেই সঙ্গে আওয়াজও করে। আর সেই সঙ্গে সাপ তাদের চারপাশের আসন্ন বিপদও অনুভব করে থাকে। কোনও ধরনের বিপদ অনুভব করলে সেই বিপদ থেকে নিজেদের রক্ষা করে। যখন কোনও সাপ তার জিভ নাড়ায়, তখন এটি হাওয়ায় ভেসে থাকা ছোট কণার মধ্যে দিয়ে যে কোনও কিছুর গন্ধ পাওয়ার চেষ্টা করে। তারপরে সে জ্যাকবসন নামের শরীরের অংশে তার জিহ্বা ঢুকিয়ে দেয়। 

এই অঙ্গটি সাপের মুখের উপরের অংশে থাকে। সাপের কাঁটা জিভের অংশগুলি তার শরীরের এই অংশে সহজেই ফিট করে। আর তারপরেই সে বুঝতে পারে, কোনও রকম শিকার তার কাছাকাছি আছে কি না। সাপের জিভ এই কণাগুলিকে এই অঙ্গে রাখার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত কিছু রাসায়নিক তাদের অণুর সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এই রিসেপ্টরগুলো সাপের মস্তিষ্কে বার্তা পাঠায় যে গন্ধটি ইঁদুরের নাকি অন্য কোনও প্রাণীর। সাপ ছাড়াও গিরগিটি এবং টিকটিকিতেও এই অঙ্গটি পাওয়া যায়।

কিছু প্রজাতির সাপ তাদের শিকার হত্যার জন্য বিখ্যাত এবং কিছু প্রজাতির সাপ তাদের বিষাক্ত বিষের জন্য বিখ্যাত। যেমন, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন ইত্যাদি। প্রায় সব প্রাণীরই পা থাকে কিন্তু জানলে অবাক হবেন যে সাপের কোনও পা থাকে না।

You might also like!