দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোরিয়াকে বিউটি হাব বলা হয়, যার অন্যতম কারণ বাজারে কোরিয়ান পণ্যের আধিক্য। কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে দেখা যাবে যে বেশ কিছু কোরিয়ান প্রোডাক্টে একটি উপাদান পাওয়া যায়। এই পণ্য চাল। এই চাল ত্বকের জন্য অত্যন্ত উপকারী। আসুন জেনে নেওয়া যাক ঠিক কতটা উপকারী চাল?
চালের জল অ্যান্টি-এজিং বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এতে ত্বক টানটান হয়, চালের জলের প্রভাব ত্বকে উজ্জ্বলতা বাড়ে দাগ কমতে শুরু করে, বলি রেখা হালকা হয়ে যায়, ত্বক থেকে অতিরিক্ত তেল দূর হয় এবং রোদে পোড়া সমস্যা দূর হয়ে যায়। এক্ষেত্রে জেনে নিতে হবে ঠিক কীভাবে চালের জল মুখে মাখা যাবে?
এক কাপ চাল ২ থেকে ৩ কাপ জলে আধ ঘণ্টা ভিজিয়ে রেখে চাল থেকে জল ছেঁকে নিতে হবে। এূার এই জল দিয়ে মুখ ধুতে পারেন।
চাল সিদ্ধ করেও এর জল প্রস্তুত করা যায়। এর জন্য এক কাপ ভাতের সঙ্গে ২ কাপ জল মিশিয়ে ফোটাত হবে। চাল সিদ্ধ হয়ে গেলে বাড়তি জল বের করে এটি ব্যবহার করতে পারেন।
তিন কাপ জলে ১০০ গ্রাম পর্যন্ত চাল নিয়ে একটা টাইট পাত্রে ১-২ দিন ভিজিয়ে রাখুন। ২ দিন পর চাল ছেঁকে নিয়ে জল আলাদা করে নিন।
এই জল দিয়ে মুখ ধোয়া যেতে পারে বা তুলোর সাহায্যেও এই জল ত্বকে ব্যবহার করা যেতে পারে।
টোনার তৈরি করতে চালের জল একটি শিশিতে রেখে তাতে সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন।