Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Life Style News

6 months ago

Benefits of Black grapes: সবুজ আঙুর জনপ্রিয় হলেও উপকার লুকিয়ে কালো আঙুরে! নিম্নে রইল উপকারের তালিকা

Black Grapes
Black Grapes

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মানব দেহের উন্নতিকল্পে ফল ভীষণ প্রাসঙ্গিক উপাদান। সকল প্রকার ফলই শরীরের সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয়। এর মধ্যে  আঙুর ফলের ভূমিকা অনস্বীকার্য।  আঙুর মূলত দুই ধরনের হয়,  সবুজ এবং কালো  আঙুর। তবে দুই ধরনের  আঙুর ফলে পুষ্টি থাকলেও, কালো আঙুর  বেশিমাত্রায় পুষ্টিগুণ ভরপুর। এমনিতেই আঙুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, খনিজ ও ভিটামিট। চিকিৎসকরা বলেন, কালো আঙুরে এই পরিমাণটা আরও বেশি। এছাড়াও, আঙুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন কে, সি, বি ১, বি ৬, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ। সবুজ আঙুরের তুলনায় কালো আঙুরে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম এবং ভিটামিন সি বেশি থাকে। বুদ্ধির বিকাশে সাহায্য করে কালো আঙুর। অ্যালঝাইমার্সের রোগীদের কালো আঙুর খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তাছাড়া,কালো আঙুরকে কিছু ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের ডায়েট প্ল্যানেও রাখতে বলেন চিকিৎসকেরা। 

জেনে নিন এই কালো আঙুরের গুনাগুনঃ 

১। কালো আঙুরে থাকা রেসভেরাট্রল ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে নিয়ন্ত্রণে রাখতে পারে ব্লাড সুগার।

২। কালো আঙুর রক্তে নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে যা রক্তনালির প্রতিবন্ধকতা দূর করে। ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে। হৃদরোগের পাশাপাশি ক্যানসার প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এই আঙুর। ফ্যাট মেটাবলিজ়ম বাড়িয়ে শরীরে কোলেস্টেরল কমায়।

৩। হাড়ের গঠনে, হাড় শক্ত রাখতেও কালো আঙুর সাহায্য করে। এবং মূত্রনালি পরিষ্কার করে শরীরকে ডিটক্সিফাই করে কালো আঙুর। চোখের জন্যও ভাল কালো আঙুর। লাল বা সবুজ আঙুরের তুলনায় এতে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে।

৪। ত্বক ভাল রাখতেও খুব উপকারী কালো আঙুর। এতে থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখে, বিশেষ করে ব্রণর হাত থেকেও ত্বককে রক্ষা করে। 

You might also like!