kolkata

1 year ago

Kolkata weather: জাঁকিয়ে শীত এখনই নয়, অপেক্ষা আরও কিছুদিনের

Kolkata weather update
Kolkata weather update

 

কলকাতা, ২৮শে নভেম্বর : নভেম্বর শেষের পথে, তবু হাড়কাঁপানো ঠান্ডা পড়েনি তিলোত্তমায়। জাঁকিয়ে শীত পড়তে অবশ্য ঢের দেরি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শীতের জন্য আরও এক থেকে দু’সপ্তাহ অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ অনুভূত হচ্ছে। হালকা ঠান্ডার সঙ্গে সকালের দিকে কুয়াশাও চোখে পড়ছে কোথাও কোথাও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় সোমবার সামান্য বাড়ল তাপমাত্রার পারদ। আবহবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। তবে ঠান্ডা পড়তে শুরু করবে আর কিছু দিনের মধ্যেই। ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে শুরু করবে। জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

You might also like!