kolkata

1 year ago

Weather Report of Bengal : কিছুক্ষণের মধ্যে তুমুল বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

Weather Report of Bengal
Weather Report of Bengal

 

কলকাতাঃ ফের একবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের দোসর দক্ষিণ মায়ানমারের ঘূর্ণাবর্ত, আর তার জেরেই বৃষ্টিপাত হতে পারে দক্ষিনবঙ্গের বেশ কিছু জেলায়। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা। শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শনিবার মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। নিম্নচাপের প্রভাবে উত্তাল হবে সমুদ্র।  

শহর কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ দু'এক দফা ভারী বৃষ্টিও হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার জন্য বাড়বে অস্বস্তিও, জানা যাচ্ছে এমনটাই। শুক্রবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৯৫ শতাংশ।

You might also like!