kolkata

1 year ago

Weather Forecast : মেঘ-রোদের খেলায় মনোরম পরিবেশ তিলোত্তমায়, রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ২১ মার্চ : দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামতেই উঁকি দিচ্ছে রোদ। মেঘ ও রোদের খেলা চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রার পারদ নিম্নমুখী, তাই মনোরম পরিবেশ মহানগরীতে। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে ছিল কলকাতা ও শহরতলির আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বীরভূম-সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারের পর কমতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরের আট জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২২ মার্চ থেকে কমতে পারে ঝড়বৃষ্টি।


You might also like!