kolkata

1 year ago

Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর তিরস্কারে অপ্রস্তুত হয়ে চটজলদি সাফাই অভিযানে নামলেন মেয়র

Firhat Hakim
Firhat Hakim

 

কলকাতা, ২২ নভেম্বর  : মুখ্যমন্ত্রীর তিরস্কারে অপ্রস্তুত হয়ে তাঁর আস্থা ভাজন ফিরহাদ হাকিম সোমবার রাতেই সাফাই অভিযানে নামেন। মঙ্গলবার সকালেও চলে পুর অভিযান।

সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন তিনি পুরসভার কাজে খুশি নন। একঘর আমলার সামনেই ফিরহাদকে তিরস্কার করেন তিনি। প্রিন্সেপ ঘাট এবং সংলগ্ন এলাকার অপরিচ্ছন্ন অবস্থা নিয়ে গতকাল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ধমকও দেন মুখ্যমন্ত্রী। গতকাল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে রোজ রোজ বলতে হবে কেন? কেন রোজ মনিটরিং হবে না? উদ্যানের মেয়র পারিষদের এটা দেখা উচিত নয়? যেন বাচ্চা ছেলে। রোজ ললিপপ দিতে হবে।’ এরপরেই রাতে গঙ্গার ঘাটে ছুটে যান মেয়র।

রাতেই সপার্ষদ গঙ্গা পাড়ে হাজির হয়ে কলকাতার মেয়র কোথায়, কীভাবে আবর্জনা পড়ে রয়েছে সেসব দেখতে গিয়ে নিজের হাতে কাগজের কাপ তুলে ডাস্টবিনেও ফেলেন। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা পুরসভার সাফাই কর্মীদের গঙ্গার পাড়ে বিশেষ অভিযানে নামিয়ে দেওয়া হয়। প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, মিলেনিয়াম পার্ক অঞ্চলে আগামী কয়েক দিন জোরদার সাফাই অভিযান চলতে পারে। রং চটা দেওয়াল কিংবা গ্রিলে নতুন রং এর পোচ পড়বে বলেও মনে করা হচ্ছে। শুধু হুগলি নদীর এপার নয় ওপারেও সৌন্দর্যায়নের ব্যবস্থা করতে পারে পুর দফতর।

You might also like!