kolkata

1 year ago

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ভারতরত্ন' দেওয়ার দাবি তৃণমূল বিধায়কের

Mamata
Mamata

 

উত্তর ২৪ পরগণা, ২৮ জানুয়ারি : শনিবার গোপালনগরে ডিওয়াইএফআই-এর পাল্টা সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেখান থেকেই বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানান।


সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ববর্গ। সভায় বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার দাবি জানাচ্ছি।’বিশ্বজিৎ দাস বলেন, “রাষ্ট্রপতি ভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারের সরকার প্রকল্পকে সম্মানিত করা হয়েছে। এখন সরকারি এই প্রকল্পগুলি সমাদৃত হচ্ছে সারা বিশ্বে। আজকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলিরই অনুকরণ করছেন। তাই আমি দাবি করছি এই জনমুখী প্রকল্পের জন্য আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরতরত্ন দেওয়ার দাবি জানাচ্ছি।” বিশ্বজিৎ দাসের এই দাবিকে মেনে নিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবেসেই এই কথা বলেছেন বিশ্বজিৎ দাস।”


প্রসঙ্গত, ২৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরে ২৫ জানুয়ারি সিপিএম-এর যুব সংগঠন ডিওয়াইএফআই পক্ষ থেকে সমাবেশ করে। সেই সভা থেকে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে একাধিক বিষয় নিয়ে আক্রমণ করেন নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।


You might also like!