kolkata

1 month ago

Calcutta High Court:যাদবপুরে তৃণমূল ও সিপিএমের পার্টি অফিস অবিলম্বে বন্ধ করতে হবে,কমিশন ভাঙছে না কেন? প্রশ্ন কোর্টের

Calcutta High Court
Calcutta High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভোটকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কেন পার্টি অফিস থাকবে? দুটি পার্টি অফিস অবিলম্বে বন্ধ করতে হবে। কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিলেন বৃহস্পতিবার। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটকেন্দ্রের কাছেই দুটি পার্টি অফিস থাকা নিয়ে মামলা। বিচারপতি রাই চট্টোপাধ্যায় এই রায় দিয়েছেন।

যাদবপুরের দীনবন্ধু অ্যান্ড্রু কলেজে একটি বুথ রয়েছে। অভিযোগ, বুথের পাশেই তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে। সেখান থেকে ভোটে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। মামলায় দাবি, নির্বাচন কমিশনের ২০০৭ সালের নির্দেশিকা অনুযায়ী কোনও বুথের ২০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দলের কার্যালয় চলতে পারে না। এ ক্ষেত্রে ওই নির্দেশিকা মানা হচ্ছে না।

আদালতে নির্বাচন কমিশনের বক্তব্য, সেখানে শুধু তৃণমূল নয়, সিপিএমেরও একটি দলীয় কার্যালয় রয়েছে। দীর্ঘদিন ধরে ওই কার্যালয়গুলি চলে আসছে। সেগুলি অস্থায়ী নির্মাণ। প্রতিবারেই ওই দুই দলের কার্যালয়গুলি ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে বন্ধ রাখা হয়। এ বারও কমিশন সেগুলি বন্ধ রাখতে নির্দেশ দেবে। সেখানেই প্রশ্ন তুলে আদালত জানতে চায়, অস্থায়ী নির্মাণ হলে ওই পার্টি অফিসগুলি কেন ভেঙে দিচ্ছে না কমিশন? যদিও কমিশনের দাবি, নির্মাণ ভেঙে ফেলার কাজ জেলাশাসক করতে পারে।


You might also like!