kolkata

1 year ago

West bengal Assembly : বিধায়ক সাবিত্রী মিত্রের মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনছে বিজেপি

TMC MLA Sabitri Mitra's comment on PM Narendra Modi, Amit Shah, BJP to bring adjournment motion
TMC MLA Sabitri Mitra's comment on PM Narendra Modi, Amit Shah, BJP to bring adjournment motion

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃফের শাসক দলের মন্তব্য ঘিরে ধুন্ধুমার কান্ড! মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘দুর্যোধন-দুঃশাসন’ বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন। বিরোধীরা ও তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামছেন।সূত্রের খবর,  এই মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেবে বিজেপি পরিষদীয় দল, প্রস্তাব গৃহীত না হলে বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন করবেন বিজেপি বিধায়করা।   

ঘটনার সূত্রপাত মালদার একটি জনসভায়, রবিবার মালদার রতুয়ায় এক দলীয় সভায় সাবিত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‘মমতাকে শূর্পণখা বললে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলব।’’ পাশাপাশি দেশের স্বাধীনতার জন্য গুজরাতের কোনও অবদান নেই বলে দাবি করেছেন সাবিত্রী। এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছে বিজেপি।  

সাবিত্রীর মন্তব্যের বিরোধিতা করে বিধানসভায় আগামী দিনে নিন্দাপ্রস্তাব আনা হবে বলে সোমবারই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক জানিয়েছিলেন, অগ্নিমিত্রা পাল-সহ দলের সমস্ত মহিলা বিধায়ক নিন্দাপ্রস্তাব আনবেন। তার আগে মুলতুবি প্রস্তাব আনা হবে। 

নেত্রী অগ্নিমিত্রার কথায়, ‘‘কোন সাহসে উনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এ কথা বললেন। ওঁকে ক্ষমা চাইতে হবে। শাস্তি চাই। সাহস কোথা থেকে পাচ্ছেন? সাহস দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ 

প্রসঙ্গত, কিছু দিন আগেই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিতর্কে জড়ান অখিল গিরি এবার পগের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন সাবিত্রী মিত্র, এ ঘটনার জেরে আবার ও বেশ কিছুটা ব্যাকফুটে শাসক শিবির। 

You might also like!