kolkata

1 month ago

West Bengal Legislative Assembly session:পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের পরিকল্পনা ২৫ নভেম্বর থেকে

West Bengal Legislative Assembly session
West Bengal Legislative Assembly session

 

কলকাতা, ৩ নভেম্বর  : সব কিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে। কমপক্ষে তা ১০ দিন ধরে চলবে। এই পর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের ভাবনা রয়েছে সরকার পক্ষের। কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি ১০০ দিনের কাজ ও আবাস যোজনা প্রকল্পের বিষয় নিয়েও আলোচনার অবকাশ থাকছে। সংশ্লিষ্ট বিষয়ে সরকারি প্রস্তাবও আনা হতে পারে। উল্লেখ্য, ১৩ নভেম্বর রয়েছে এই রাজ্যের পাঁচ জেলার ছয়টি আসনে ভোটগ্রহণ। বিধানসভার কেন্দ্রের নির্বাচনী ফল প্রকাশ ২৩ নভেম্বর। সুতরাং ২৫ তারিখ অধিবেশন শুরু হলে নতুন বিধায়কদের শপথ গ্রহণ পর্ব সম্পন্ন করতেও সুবিধা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অধিবেশনে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সুযোগ থাকছে আলাপ আলোচনার। ইতিমধ্যেই বিভিন্ন দফতরের কাছে বিভাগীয় রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। পরিষদীয় বিভাগ সূত্রে এই তথ্য প্রাথমিকভাবে জানা গিয়েছে।

You might also like!