kolkata

1 year ago

Suvendu Adhikari : কেন্দ্রীয় ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যকে তোপ শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ২৫ মার্চ : কেন্দ্রীয় মহার্ঘভাতা (ডিএ) বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যকে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি টুইটারে দেশের বিভিন্ন রাজ্যের মহার্ঘভাতার হারের তালিকা এবং সেগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট হিসাবের ছবি তুলে ধরে মন্তব্য করেন, এই রাজ্য ডিএ-র হারের নিরিখে ৩৬ শতাংশ পিছিয়ে আছে। সেই সঙ্গে লেখেন, “কেন্দ্রীয় মন্ত্রিসভার মহার্ঘ ভাতা (ডিএ) ৪% বাড়িয়ে ৪২% করার সিদ্ধান্ত প্রশংসনীয়। ৪৭.৫৮ লক্ষ কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চমক। পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মধ্যে বেতনের বৈষম্য বিস্তৃত হয়েছে।"


প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ডিএ বাড়াচ্ছে কেন্দ্র। বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে রাজ্য যখন আন্দোলন চলছে, সেইসময়, কেন্দ্রের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢালার মতো। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৪ শতাংশ হারে ডিএ বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকেই নতুন হারে এই মহার্ঘ ভাতা কার্যকর হবে বলে খবর। সেক্ষেত্রে চলতি মাস সহ গত দু-মাসের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে।


You might also like!