kolkata

10 months ago

Koromondal Express Accident : আহত যাত্রীদের নিয়ে হাওড়ায় এল বিশেষ ট্রেন, তৈরি মেডিকেল টিম

Special train with injured passengers of Karamondal Express (File Picture)
Special train with injured passengers of Karamondal Express (File Picture)

 

কলকাতা, ৩ জুন  : আহত ও আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা যাত্রীদের নিয়ে বিশেষ ট্রেন হাওড়া স্টেশনে ঢুকতে চলেছে। ট্রেনটি আগেই দুর্ঘটনাস্থলে আটকে পড়া যাত্রীদের আনতে হাওড়া থেকে রওনা দিয়েছিল।

ট্রেনটি হাওড়ায় ঢুকলে দ্রুত যাতে যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় সেই জন্য হাওড়া স্টেশনে দেখা যাচ্ছে তৎপরতা। রেলের তরফে তৈরি রাখা হয়েছে প্রচুর অ্যাম্বুলেন্স, বাস। উপস্থিত রয়েছেন খোদ রাজ্যের মন্ত্রী অরূর বিশ্বাস। রাজ্যের তরফেও রাখা হয়েছে খাবার, জল, ওষুধের ব্যবস্থা।

হাওড়া স্টেশনে তৈরি হয়েছে মেডিকেল টিম। আহতরা স্টেশনে নামামাত্রই তাঁদের যাতে চিকিৎসা করা যায় তার জন্য তৈরি রয়েছেন ডাক্তার-নার্সরা। সূত্রের খবর, ট্রেনটি হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। চলছে লাগাতার মাইকে প্রচার। ক্রমেই ভিড় বাড়ছে ওই চত্বরে। পুলিশি নিরাপত্তাও রয়েছে গোটা স্টেশন চত্বরে। ভিড় করেছেন বহু সাধারণ মানুষ। এমনকী যে সমস্ত পরিবারের সদস্যরা অভিশপ্ত করমণ্ডলে ছিলেন তাঁদের পরিবারের অনেক সদস্যও হাওড়া স্টেশনে এসে হাজির হয়েছেন বলে জানা যাচ্ছে।

বিজেপি-র তরফে জানানো হয়েছে, যে সমস্ত যাত্রী বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আটকে পড়েছেন তাদের নিয়ে আসা ট্রেনের যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে দুপুর ১ টা ৪৫ মিনিটে হাওড়া স্টেশন যাবেন রাজ্য যুবমোর্চা সভাপতি ডঃ ইন্দ্রনীল খান।সূত্রের খবর, এর পরে ক্ষতিগ্রস্ত জসবন্দপুর এক্সপ্রেস ঢুকবে বলে খবর। প্রসঙ্গত, একরাতেই বালেশ্বর যেন হয়ে উঠেছে আস্ত মৃত্যুপুরী। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছে করমণ্ডল এক্সপ্রেস। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। আহত ৯০০-র বেশি মানুষ।


You might also like!