দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কলকাতা পুলিশের উদ্যোগে অন্যান্য বছরের মতো এবারও পুজো দর্শন। এর সূচনায় কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। তিনি বলেন, পুলিশ ট্রেনিং স্কুল থেকে ছোটবেলায় যাঁর হাত ধরে ঠাকুর দেখা, তাঁকেই ফের হাত ধরে ঠাকুর দর্শনের ব্যবস্থা করে দিতে এই অভিনব আয়োজন কলকাতা পুলিশের।
উল্লেখ্য, কলকাতা পুলিশ অনেক বছর ধরেই এই অনুষ্ঠানের আয়োজন। দু'ধরনের অংশগ্রহণকারীরা রয়েছেন। এর মধ্যেই একাংশ প্রণামের সদস্যরা অর্থাৎ যারা বর্ষীয়ান নাগরিক। এই মুহূর্তে কলকাতা পুলিশের আওতায় ২২ হাজার সদস্য রয়েছেন। পুলিশ বছরভর ধরেই তাদের খোঁজখবর যেমন রাখে, তাদের বাড়িতেও যায় কোনওরকম সমস্যা আছে কিনা সেকথাও জানতে চায় ! সেই সমস্ত বিষয খোঁজ নেয়। এবছর কলকাতা পুলিশের তরফে থেকে যে পুজো দেখানো হচ্ছে তার মধ্যে ৪২০ জন সিনিয়র সিটিজেন ও ২৩০ জন স্পেশাল চাইল্ডদের নিয়ে ২২ টি বাসে করে নামী পূজা প্যান্ডেল ঘুরে প্রতিমা দর্শন করানো হবে। তার পাশাপাশি খাবারের ব্যবস্থাও রয়েছে। এতে ওরা আনন্দিত ও যারপরনাই খুশি ।