
কলকাতা, ৩ নভেম্বর : বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এক এক্সবার্তায় তিনি লিখেছেন, “বিশ্বসেরা ভারতের মেয়েরা! ইতিহাস গড়ে প্রথমবারের মত বিশ্বকাপ জিতল ভারতের মহিলা ব্রিগেড। অভিনন্দন জানাই টিম ইন্ডিয়াকে। অভিনন্দন, টিম ইন্ডিয়া।” প্রসঙ্গত, ‘আমরা নারী, আমরা সব পারি’— রবিবার রাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এই বার্তাই দিল হরমনপ্রীত কৌরের দল। প্রথমবার মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস রচলেন ভারতের কন্যারা।
বিশ্বসেরা ভারতের মেয়েরা!
— Samik Bhattacharya (@SamikBJP) November 2, 2025
ইতিহাস গড়ে প্রথমবারের মত বিশ্বকাপ জিতল ভারতের মহিলা ব্রিগেড। অভিনন্দন জানাই টিম ইন্ডিয়াকে।
Congratulations, Team India!
History created! Heartiest congratulations to our incredible women’s cricket team on winning the Women’s Cricket World Cup 2025.… pic.twitter.com/xaxYd83Obi
