দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- জুনিয়র চিকিৎসকদের অভিযোগ সিকিউরিটি অডিট অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরকার অন্ধকারে রেখেছে। এর পাল্টা জবাব দিয়েছেন এ রাজ্যের মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ। আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি'র রহস্যমৃত্যুর ঘটনায় নিরাপত্তা সম্পর্কিত বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে খতিয়ে দেখছে রাজ্য সরকার। সেই নিয়ে রাজ্য সচিবালয় নবান্নে দু - দফায় বৈঠক হয়। প্রথম বৈঠক পূর্ত দফতরের সঙ্গে। বিভাগীয় সচিব অন্তরা আচার্য উপস্থিত ছিলেন। ডঃ মনোজ পন্থ এর সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। জানা গেছে, মহিলাদের সুরক্ষা, বিশ্রাম কক্ষ, শৌচাগার নির্মাণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ইত্যাদি কাজ চলছে জোরকদমেই। এ নিয়ে বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করেন মুখ্যসচিব। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চলতি মাসের ৩১ তারিখের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক হয়। এ রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে সামগ্রিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা নিয়েই দীর্ঘ আলোচনা হয় বলে জানা গেছে।