kolkata

4 months ago

RG Kar Medical College and Hospital Incident:আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়কে শিয়ালদা আদালতে পেশ, , হবে পলিগ্রাফ পরীক্ষাও

Sanjay arrested in RG tax case will be produced in Sealda court
Sanjay arrested in RG tax case will be produced in Sealda court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ‘অভয়া’কে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশের হাতেই গ্রেফতার হয় অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় ৷ পরে মামলার তদন্তভার নেওয়ার পর তাঁকে হেফাজতে নেয় সিবিআই ৷  সেখানে ধৃতের পলিগ্রাফ পরীক্ষা করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। সূত্রের খবর, সেই অনুমতিও দিয়েছে আদালত

শুক্রবার দুপুর সওয়া ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে অভিযুক্তকে বার করে সিবিআই। অভিযুক্তের গায়ে ছিল ফ্যাকাসে হয়ে যাওয়া একটি লাল গেঞ্জি। মাথা এবং মুখ নীল কাপড়ে ঢাকা ছিল। পুলিশের গাড়িতে তাঁকে ওঠানোর সময় সংবাদমাধ্যমের তরফে তাঁর উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। যদিও ধৃতের তরফে কোনও উত্তর মেলেনি। কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা তাঁকে গাড়িতে তুলেই দরজা বন্ধ করে দেন। অভিযুক্তকে নিয়ে শিয়ালদহের আদালতের উদ্দেশে রওনা দেয় গাড়ি।

আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, ধর্ষণ এবং খুন করা হয়েছে তাঁকে। সেই ঘটনায় গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ারকে।

You might also like!