kolkata

2 months ago

Kolkata High Court : আইএসএফের উপর হামলার ঘটনায় কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Public interest litigation filed in

 

কলকাতা, ২৪ জানুয়ারি  : ধর্মতলায় আইএসএফ উপর হামলার ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। ‌মামলা করেছেন জনৈক আইনজীবী। বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে।

মামলায় বলা হয়েছে, “কলকাতা পুলিশ অমানবিকভাবে লাঠি চালিয়েছে। বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি-সহ কর্মীরা আহত।”সোমবারই কলকাতা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ফুরফুরা শরিফের পীরজাদারা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ছাড়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার কথাও বলেছিলেন তাঁরা। মঙ্গলবারই পীরজাদারা পৌঁছে যান লালবাজারে। পীরজাদা পরিবারের অভিযোগ, বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে নওশাদকে। স্পিকারের অনুমতি ছাড়া বিধায়ককে কীভাবে গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পীরজাদারা জানান, তাঁরা কোনও দলের তরফে আসেননি, পরিবারের তরফে দেখা করতে আসেন তাঁরা। প্রসঙ্গত, গত শনিবার গ্রেফতার হন আইএসএফ বিধায়ক। সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

You might also like!