দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আরজিকর হাসপাতাল-সহ বেশ কিছু ঘটনায় অভিযোগ উঠেছে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। আইন অমান্যের অভিযোগ উঠেছে বার বার৷ সতর্কতাও দেওয়া হয়েছে। ফল মেলেনি তাতেও। এতে নানাভাবে মুখ পুড়ছে পুলিশ, সরকারের। এবার সেই অভিযোগের প্রেক্ষিতে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷
স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, সিভিক ভলান্টিয়ারদের এবার আইন-শৃঙ্খলার পাঠ দেওয়া হবে ৷ আরজি করের ঘটনায় এখনও পর্যন্ত একজনই গ্রেফতার হয়েছে । সে নিজেই ছিল সিভিক ভলান্টিয়ার। এমনই আবহে নয়া উদ্যোগ নিল নবান্ন ।
রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আইনের এই পাঠশালার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজি-কে৷ নিজেদের আওতায় থাকা সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেবে রাজ্য ও কলকাতা পুলিশ৷ টানা ৪৫ দিন ধরে চলবে প্রশিক্ষণ শিবির। আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই এই প্রশিক্ষণ শিবির চালু হবে বলে জানা গিয়েছে।