কলকাতা, ৩১ মার্চ : ঈদে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, সংখ্যাগুরুদের দায়িত্বই হল সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া এবং সংখ্যালঘুদের কর্তব্য হল সংখ্যাগুরুদের সঙ্গে থাকা। প্রতি বছরের মতো এ বারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের নমাজে যোগ দেন। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "আমরা ধর্মনিরপেক্ষ। নবরাত্রি চলছে; আমি এর জন্যও আমার শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু আমরা চাই না দাঙ্গা হোক। সাধারণ মানুষ এমন কাজে জড়িত হয় না, যা কেবল রাজনৈতিক দলগুলি করে। এটা লজ্জার বিষয়। আগে 'লাল' দল ধর্মনিরপেক্ষতা নিয়ে বিবৃতি দিত। এখন 'লাল' এবং 'গেউয়া' এক হয়েছে। আমরা একাই লড়াই করব। আমরা সকল ধর্মের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। সংখ্যাগরিষ্ঠের কর্তব্য সংখ্যালঘুদের রক্ষা করা এবং সংখ্যালঘুর কর্তব্য সংখ্যাগরিষ্ঠের সাথে থাকা।"