কলকাতা, ১৭ জুলাই :ডেনিস কিথ লিলি, ১৮ জুলাই, ১৯৪৯, পশ্চিম অস্ট্রেলিয়ার সুবিয়াকো এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার প্রাক্তন ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা। তিনি তাঁর সময়কালের অসাধারণ ফাস্ট বোলার রূপে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে চিহ্নিত হয়ে আছেন।
১৯৭১-৭২ সালে বিশ্ব একাদশ ক্রিকেট দলের বিপক্ষে অবিস্মরণীয় কীর্তি আজও ক্রিকেটপ্রেমীদের মনে আছে। তার আগ্রাসী বোলিংয়ে বিশ্ব একাদশের শক্তিশালী ব্যাটিং লাইন-আপে থাকা গ্যারি সোবার্স, ক্লাইভ লয়েড, রোহন কানহাই এবং সুনীল গাভাস্কারের মতো ব্যাটসম্যানদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপ ভেঙে পড়েছিল। সে দিন তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ৮/২৯।
কেরিয়ারে লিলি টেস্ট খেলেছেন ৭০টি, নিয়েছেন ৩৫৫টি উইকেট আর একদিনের ক্রিকেটে ৬৩টি ম্যাচ খেলে নিয়েছেন ১০৩টি উইকেট। টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন ২৩ বার আর ১০ উইকেট নিয়েছেন ৭ বার।
১৯৭৩ সালে উইজডেন তাকে বর্ষসেরা ক্রিকেটারদের একজনরূপে মনোনীত করে। ১৯৮৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে লিলি অবসর নেন। তখনও তিনি সবচেয়ে বেশি ৩৫৫টি টেস্ট উইকেট নিয়ে বিশ্বরেকর্ডের অধিকারী ছিলেন। এরফলে নিজেকে অস্ট্রেলিয়ার এবং বিশ্ব ক্রিকেটে সর্বকালের স্বীকৃত এবং জনপ্রিয়তম ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৯৬ সালে অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেমের উদ্বোধনে প্রথম দশজনের একজন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন । তাঁর সঙ্গে অন্যান্যরা ছিলেন - জ্যাক ব্ল্যাকহাম, ফ্রেড স্পফোর্থ, ভিক্টর ট্রাম্পার, ক্ল্যারি গ্রিমেট, বিল পন্সফোর্ড, স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, বিল ও’রিলি, কিথ মিলার ও রে লিন্ডওয়াল। ২০০০ সালে শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড দলেও তাকে অন্তর্ভুক্ত করা হয়।
২০০৯ সালে ডেনিস লিলি আইসিসি ক্রিকেট হল অব ফেমে জায়গা পান।
অবসর পর তিনি ভারতের চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনের সঙ্গে জড়িত ছিলেন।