কলকাতা, ১৩ সেপ্টেম্বর : শুক্রবার ঘরের মাঠে আইএসএলের প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি এফসি। গত মরসুমে হাবাসের কোচিং এ ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে আইএসএলের লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান। আবার ক'দিন বাদে সেই ঘরের মাঠেই মুম্বই সিটি এফসি প্রতিশোধ নেয় মোহনবাগানকে হারিয়ে আইএসএলের কাপ জিতে। এবারও আইএসএল শুরু হচ্ছে গতবার যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই।
অনেকেই বলছেন আজকের ম্যাচটা মোহনবাগানের কাছে প্রতিশোধের ম্যাচ। মোলিনা অবশ্য সাফ জানিয়েছেন , গত মরসুমে কী হয়েছিল তা তাঁর মাথায় নেই। গতবার বেশ কিছু ম্যাচ দেখেছি ঠিকই। কিন্তু এটা আর একটা নতুন মরসুম। নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ক্লাবে অনেক নতুন প্লেয়ারও এসেছে। তাছাড়া গতবার আমি নিজেও ছিলাম না। তাই পরিস্থিতি আলাদা। গত বার কী হয়েছে তা নিয়ে ভাবতে চাই না।”
সেই সঙ্গে মোলিনা বলেছেন, “মানসিক ভাবে আমরা তৈরি। দুটো দলই প্রথম ম্যাচ জিততে চাইবে। মানসিক ভাবে ছেলেরা তৈরি। আশা করি আজ মাঠে নেমে ছেলেরা তাদের সেরাটাই দেবে।”