kolkata

1 week ago

Manik Bhatterjee : মানিকের বিরুদ্ধে তদন্ত, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

Manik Bhattacharya (File Picture)
Manik Bhattacharya (File Picture)

 

কলকাতা, ১৮ সেপ্টেম্বর : নিয়োগ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত কত দূর এগোল? সিবিআইয়ের কাছে তার রিপোর্ট চাইলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার দুপুরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় সংস্থাকে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছিল তৎকালীন পর্ষদ সভাপতি মানিকবাবুর বিরুদ্ধে। সেই অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। এছাড়াও, তাঁর বিরুদ্ধে ওএমআর শিট নষ্ট করার অভিযোগও রয়েছে। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলায় ওএমআর শিট নষ্ট করার অভিযোগ উঠেছিল। কার নির্দেশে তা নষ্ট করা হয়েছিল, কী ভাবে তা নষ্ট করা হয়েছিল, তা জানতে চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় মানিকবাবুকে আদালতে হলফনামা জমা দিতে বলেছিলেন।

প্রাথমিকের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মানিকবাবুকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, শীর্ষ আদালত গ্রেফতারিতে ‘না’ করলেও তদন্ত বন্ধ করার নির্দেশ দেয়নি। সেই কারণেই সোমবার সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন তিনি।

You might also like!