Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

kolkata

1 year ago

Doctors' Strike : ডাক্তারদের অনশনকে পূর্ণ সমর্থন আইএমএ-এর, মমতাকেও লিখলো চিঠি

Doctors' Strike
Doctors' Strike

 

কলকাতা, ১১ অক্টোবর : ডাক্তারদের অনশনকে পূর্ণ সমর্থন জানালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ধর্তমালায় জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, "বাংলার তরুণ ডাক্তাররা আমরণ অনশন সংগ্রামে নেমেছেন প্রায় এক সপ্তাহ হল । ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাঁদের ন্যায্য দাবিগুলিকে সমর্থন করে। তাঁরা আপনার অবিলম্বে মনোযোগের দাবিও রাখে। পশ্চিমবঙ্গ সরকার সমস্ত দাবি পূরণে সম্পূর্ণরূপে সক্ষম। শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা বিলাসিতা নয়। সমগ্র চিকিৎসা কমিউনিটি উদ্বিগ্ন এবং বিশ্বাস করে যে আপনি তাঁদের জীবন বাঁচাতে সক্ষম হবেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দফতরগুলি যদি কোনও সাহায্য করতে পারে আমরা সানন্দে সাহায্য করব।"

You might also like!