দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসামনেই লোকসভা নির্বাচন। সলতে পাকানোর কাজটা মোটামুটি গুটিয়েই ফেলেছে সব রাজনৈতিক দলই। এরইমধ্যে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সে কথা আগেই শোনা গিয়েছিল। কিন্তু, দিনক্ষণের বিষয়ে জানা যায়নি।সূত্রের খবর, আগামী ৪ মার্চ রাজ্যে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। টানা তিনদিন ধরে রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের পাশাপাশি তাঁরা জেলার জেলাশাসক, নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। হবে সর্বদলীয় বৈঠকও।
অশান্তি ঠেকাতে বাংলার ভোটকে এবারে বিশেষভাবে নজর দিচ্ছে কমিশন। বাংলার দায়িত্বে থাকছেন ডেপুটি ইলেকশন কমিশনার নিতেশ কুমার ব্যাস। সূত্রের খবর, ফেব্রুয়ারির শেষেই তিনি রাজ্য সফরে আসতে পারেন। জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ঘুরে য়াওয়ার পরই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে পারে।
এপ্রিলের শুরুতেই ভোট ঘোষণা হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। অতীতের মতো এবারেও একাধিক দফায় লোকসভা ভোট হতে পারে। কমিশনের তৎপরতা দেখে কোনও কোনও মহলের মতে, মার্চের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন।