kolkata

1 year ago

Ayan Sil : ৩৭ ঘন্টা তল্লাশির পর অয়ন শীলকে গ্রেফতার করল ইডি

Ayan Sil
Ayan Sil

 

কলকাতা, ২০ মার্চ  : নিয়োগ দুর্নীতি মামলাতে এবার গ্রেফতার শান্তনু ব্যানার্জির ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। প্রায় ৩৭ ঘন্টা তার সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়ির গ্রাউন্ড ফ্লোরের অফিসে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানোর পর রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয় অয়ন শীলকে। অয়ন শীলকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগে একাধিক সন্দেহভাজনের বাড়িতে ইডি তল্লাশি চালায়। এদিকে অয়ন শীলের অফিসের তল্লাশি চালিয়ে যে সকল নথিপত্র মিলেছে, সেখান থেকে ইডি আধিকারিকদের ধারণা, এই নিয়োগ দুর্নীতিতে পার্থ চ্যাটার্জি ও মানিক ভট্টাচার্যের পাশাপাশি আরও তিন থেকে চারজন বড় মাথার যোগসূত্র রয়েছে।

বিভিন্ন পরীক্ষার ওএমআর শিট উদ্ধারও করা হয় অয়ন শীলের অফিস থেকে। কিন্তু ২০১২ সালের পরীক্ষা সংক্রান্ত নথি এর আগে পাওয়া গিয়েছিল একমাত্র শান্তনুর কাছ থেকেই। তাঁর কাছ থেকে ২০১২ সালের পরীক্ষার কয়েকটি অ্যাডমিট কার্ড পেয়েছিলেন তদন্তকারীরা। তাই এর আলাদা তাৎপর্য থাকতে পারে বলে মনে করেন ইডি আধিকারিকরা। অয়নের ব্যাঙ্কের নথি ঘেঁটে ইডি কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে। দেখা গিয়েছে, লেনদেনের পরিমাণ প্রায় ৫০ কোটি। নিয়োগ দুর্নীতির সঙ্গে এই বিপুল লেনদেনের সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ সোমবার ধৃত অয়ন শীলকে আদালতে পেশ করে ইডি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে।

You might also like!