কলকাতা, ৬ নভেম্বর : নভেম্বর মাসেও শীতের দেখা নেই এখনও। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে মনোরম আবহাওয়া। কিন্তু বেলা বাড়তেই ফিরবে অস্বস্তি। আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা এমনই শুষ্ক থাকবে। উত্তরবঙ্গেও ঠান্ডার আমেজ নেই সেভাবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী চার দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের ঊর্ধ্বেই। তাই শীতকাল কবে আসবে, এখনই স্পষ্ট নয়।